গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ার প্রায় ১৮ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী তাদের আগ্রাসন শুরুর পর ৬৭৬টি ট্যাংক, এক হাজার ৮৫৮টি সশস্ত্র যান, ১৫০টি যুদ্ধবিমান এবং ১৩৪টি হেলিকপ্টার হারিয়েছে।
গত ২৫ মার্চের পর থেকে রুশ বাহিনী তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। ওই দিন ক্রেমলিন জানিয়েছিল, যুদ্ধের তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে।
অবশ্য গত ২১ মার্চ রুশ সংবাদমাধ্যম কমসোমোলসকায়া প্রাভদা এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৯ হাজার ৮৬১ জন রুশ সেনা নিহত হয়েছে। অবশ্য প্রকাশের কিছুক্ষণ পরই এই প্রতিবেদনটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।