মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৫১ কেজি গাঁজা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের জামাল মিয়া (৩৮)।
র্যাব-৯ জানায়, র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত জামাল মিয়া চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে।
জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর টেবিল এর ১৯(ক)/৩৮/৪১ ধারা মূলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।