দুটি কিডনি অকেজো হয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট।
মঙ্গলবার (০৫ এপ্রিল) স্পোর্টস সাস্ট কর্তৃক আয়োজিত “ড্রিবল ফর রূপক” হতে প্রাপ্ত টাকা লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড.আমিনা পারভীন ও সংগঠনটির সভাপতি তাহসিন আহমেদ, ড্রিবল ফর রূপকের কনভেনর সৈকত হাসান এবং অন্যান্যরা।
উল্লেখ্য, টুর্নামেন্টটি সম্পূর্ণভাবে সংগঠনটির অর্থায়নে আয়োজন করা হয় এবং এতে ৬৯ টি দল অংশগ্রহণ করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।