হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, চুনারুঘাট ৬ নম্বর সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার এলাকায় খোয়াই নদীর তীর হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের জাহির হোসেনের ছেলে মো. আফরোজ আলীকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চুনারুঘাট থানার একদল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।