শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য চালু করা হয়েছে হটলাইন সেবা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে হটলাইলন সেবা চালু করা হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে প্রক্টরদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে নাও পেতে পারে বা কোনো কারণে সেই কল মিস হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে সার্বক্ষণিক সেবা দেওয়ার সুবিধার্থে ০১৯১১২৪১৩৮২, ০১৯১১২৪১৩৮৮, ০১৯১১২৪১৩৯১ এই নাম্বারগুলোতে হটলাইন সেবা চালু করা হয়েছে।
ওই নাম্বারেগুলোতে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে যেকোনো সময় কল দিয়ে প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগ করতে পারবে বলে তিনি জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।