রমজান উপলক্ষে ডাইনিংএ শিক্ষার্থীদের খাবাররের পরিবেশকে সুন্দর রাখতে হলের ডাইনিং-এ বাড়তি থালা, গ্লাস, বোল দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরাণ হল প্রশাসন।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকালে শাহপরাণ হলে খাবারের সহায়ক এই সামগ্রীগুলো ডাইনিং পরিচালকের কাছে হস্তান্তর করেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রভোস্ট কৌশিক সাহা ও মেহেদী হাসান নাহিদ এবং ডাইনিং কর্তৃপক্ষের সদস্যরা।
এ বিষয়ে প্রভোস্ট মিজানুর রহমান বলেন, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ। শিক্ষার্থীরা যাতে স্বাস্থসম্মত খাবার ও পরিবেশ পায় সেই ব্যাপারে আমরা সবসময় সচেতন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ডাইনিংএ যখন যা প্রয়োজন লাগে আমরা দিয়ে থাকি। এর আগেও খাবার রান্নার সামগ্রীসহ প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে ডাইনিং কর্তৃপক্ষকে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যহত থাকবে বলে জানান তিনি।
খাবারের এই সামগ্রীগুলো হস্তান্তরের সময় ডাইনিং পরিচালককে খাবারের মান উন্নয়ন ও স্বাস্থসম্মত খাবার পরিবেশনের কথাও বলেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।