সুনামগঞ্জের ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের চৈকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসকের ছেলে রুবেল মিয়া ও একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর ছেলে সামছুজ্জামান। আহত শ্রমিক জাকির হোসেন কুমারদানি গ্রামের আসমত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালুভর্তি করার কাজে যান রুবেল, সামছুজ্জামান ও জাকির। বালু নিচ থেকে কেটে বেল্ট দিয়ে নৌকায় ভর্তি করার একপর্যায়ে উঁচু বালুর স্টেক ভেঙে নিচে চাপা পড়েন তিন শ্রমিক।
পরে তিন শ্রমিককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিলে রুবেল ও সামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাকির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।