অনূর্ধ্ব-১৭ পর্যায়ের খেলোয়াড় হিসেবে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাওয়ার সুযোগ পেয়েছে ১৫ জন খেলোয়াড়। তাদের মধ্যে সেরা ১১ জনের তিনজনই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে জানা যায়, অনূর্ধ্ব ১৭ খেলোয়াড় হিসাবে অধিকতর উন্নত প্রশিক্ষণে ব্রাজিলে যাওয়ার জন্য সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। সেখান থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের বাছাইয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে ৩ জন খেলোয়াড় অংশ নিয়ে তিনজনই ব্রাজিল যাওয়ার জন্য মনোনীত হন।
ব্রাজিলে প্রশিক্ষণের জন্য যারা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অনিক দেববর্মা শুভন, শংকর বাগতি মধু ও রনি মিয়া হাবিব।
ব্যারিস্টার সুমন একাডেমির টিম ম্যানেজার সাজি-উল ইসলাম জানান, ‘সারাদেশ থেকে মাত্র ১১ জন খেলোয়াড়কে ব্রাজিল যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আমাদের একাডেমির তিনজন। প্রতিষ্ঠার মাত্র ২ বছরেই এ অর্জন আমাদেরকে আনন্দিত ও উৎসাহিত করেছে।’
খেলোয়াড় রনি মিয়া হাবিব বলেন, ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতাম। তবে কাজ-কামের জন্য খেলা থেকে হারিয়ে গিয়েছিলাম। ২০১৭ সালে খেলাধুলা একেবারে ছেড়ে দিয়ে কাজে লেগে যাই। কিন্তু ২০১৯ সালে সুমন ভাই আমাদেরকে আবার খেলায় ফিরিয়ে নিয়ে আসেন। এজন্য প্রথমেই সুমন ভাইকে ধন্যবাদ জানাই। ব্রাজিলে প্রশিক্ষণের জন্য সেরা একজন হতে পেরে আমি খুবই আনন্দিত।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, আমার কথা হচ্ছে- যত্ন করলে রত্ন মেলে। এই লোকগুলোকে অভাব থেকে বের করে নিয়ে এসে আমি তা প্রমাণ করছি। এখন এরা সারাদেশের স্টার হয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকায় যারা সামর্থ্যবান আছেন- তারা যদি এমন ছেলেদের যত্ন করেন তাহলে আরো অনেকে বেরিয়ে আসবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।