উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভয়াবহ এ বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় টেলিভিশন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
তারা আরো জানায়, এ দুর্ঘটনায় পার্শ্ববতী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেবৌন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পার্শ্ববর্তী সেতিফ শহরের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।