জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন, ধরাধরপুর হাজী সফিনা বিবি হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও দারুন নাজাত মডেল মহিলা হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে শনিবার (৯ এপ্রিল) বাদ যোহর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হাফেজ ও মাদ্রাসার ছাত্র- ছাত্রী মধ্যে পবিত্র আল কোরআন বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র কোরআন নাযিলের মাস মাহে রমজান উপলক্ষে মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন বিতরণ করছেন ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সাংবাদিক আজমল আহমদ রোমন। আর উপস্থিতি ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ রাসেল আহমদ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোশাক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সুযোগ্য সহধর্মিণী ট্রাস্টের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী বিশিষ্ট সমাজসেবী রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেটের বিভিন্ন অঞ্চলে ২৩০০ কপি পবিত্র কোরআন শরিফ বিতরণ অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।