সিলেটের জকিগঞ্জ থানাধীন আটগ্রামে অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবাসহ রাজিব আহমদ ও রুবেল আহমদ নামীয় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত রাজিব আহমদ নায়াগ্রাম গ্রামের মঈন উদ্দিনের ছেলে, রুবেল আহমেদ পঙ্গপট গ্রামের শামসুল হকের ছেলে।
সিলেটে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই নোটন কুমার চৌধুরীর নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন আটগ্রাম বাজার মুখী শাহীন আহমদের গাড়ীর গেরেজের সামনে রাস্তায় একটি মোটরসাইকেলের ২ আরোহির দেহ তল্লাশি করে ৪শত পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় এসআই নোটন কুমার চৌধুরী বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান জানান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক নির্মূলে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা থেকে ৪শত পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।