সুনামগঞ্জে বাঁধ ভেঙে ডুবে আছে ১২টি হাওরের কয়েক হাজার হেক্টর ফসলি জমি। হাওরের একমাত্র ফসল বোরো ধান ডুবে থাকায় হাহাকার করছেন কৃষকরা। বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়ে সামান্য বন্যায় তলিয়ে যায় ফসলি জমি। তাই কৃষিপ্রধান দেশে কৃষকদের রক্ষায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের।
এদিকে কিশোরগঞ্জে পানিতে ডুবে ক্ষতির মুখে আছে, নদীর তীরবর্তী ২০০ একর বোরো ধান। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। নেত্রকোণায়ও পানিতে ডুবে আছে নদীতীরের ফসলি জমি।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, শনিবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৬৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত সুনামগঞ্জের ১৪টি হাওরের ৫ হাজার ১০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
শনিবার শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি হাওরের সব ঝুঁকিপূর্ণ বাঁধে নজরদারি বাড়াতে এবং পাউবো, প্রশাসন, জনপ্রতিনিধি সবাই মিলে এই সংকট কাটিয়ে উঠতে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।