সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা সরকার (৩৫) ও তাঁর ছেলে দ্বীপ সরকার (২)।
ঝুমা সরকারের স্বামী দেবজ্যুতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় তাঁর ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য আনুমানিক দুপুর ১২ টার দিকে নিহত ঝুমা সরকার তাঁর বাড়ির পাশের টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুৎতের তার ছিঁড়ে টিউবওয়েলের উপরে পড়ে যায়। সাথে সাথে মা ও ছেলে দ্বীপ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় মেয়ে পূঁজা সরকার (৭) আহত হন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া গুরুতর আহত মেয়ে পুঁজা সরকার চিকিৎসাধীন আছে।সেুনাম বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা সরকার (৩৫) ও তাঁর ছেলে দ্বীপ সরকার (২)।
ঝুমা সরকারের স্বামী দেবজ্যুতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় তাঁর ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য আনুমানিক দুপুর ১২ টার দিকে নিহত ঝুমা সরকার তাঁর বাড়ির পাশের টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুৎতের তার ছিঁড়ে টিউবওয়েলের উপরে পড়ে যায়। সাথে সাথে মা ও ছেলে দ্বীপ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় মেয়ে পূঁজা সরকার (৭) আহত হন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া গুরুতর আহত মেয়ে পুঁজা সরকার চিকিৎসাধীন আছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।