সিলেটে যুবক নাজিম উদ্দিন খুনের ঘটনায় ১০ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা নুরু মিয়া।
রোববার (১০ এপ্রিল) কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলায় এজাহার নামীয় ছাড়াও অজ্ঞাত আরো ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে আধিপত্যের জের ধরে শনিবার (০৯ এপ্রিল) রাত ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে ছুরিকাঘাত করে খুন করা হয়। কিলিং মিশনে ৯ জন অংশ নেয়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক জুয়েল আহমদকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিনিয়র জুনিয়র দ্বান্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে ওসমানী মেডিক্যাল কলেজের সামনের সড়কে খুন হন নাজিম। পেশায় হোটেল কর্মচারি নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপরশ গ্রামের নুর মিয়ার ছেলে।তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লা ৭৪ নং মুফতি সিরাজ উদ্দিনের বাসায় বসবাস করতেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।