আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বেশ কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ধারণা করা হচ্ছে।
রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা হতে প্রাপ্ত বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদন এর তথ্য অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহ থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে স্বাভাবিক থেকে বেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার (১০ এপ্রিল) থেকে (১৭ এপ্রিল) পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম (বরাক অববাহিকা) এবং মেঘালয় প্রদেশের স্থানসমূহে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, যদুকাটা, লুভাছঢ়া, সারিগোয়াইন, ধলাগাং, পিয়াইন, ঝালুখালী, সোমেশ্বরী, ভুঘাই-কংস, ধনু-বাউলাই নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এই সময়কালের শেষার্ধে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারতের চেরাপুঞ্জিতে ভারি বা মাঝারি বৃষ্টিপাত হলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বোরো ফসল-রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়তে পারে। তাই সকল বাঁধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাওরের পাকা ধান কাটার জন্য কৃষকদের উৎসাহ দিতে কৃষি বিভাগকে অনুরোধ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরের কিছু কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। গত দুই দিন কৃষকরা হাওরে ধান কাটছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জরুরি নোটিশ অনুযায়ী ৮০ ভাগের বেশি পাকা ধান কাটার জন্য হাওরের কৃষকদের অনুরোধ করা হচ্ছে।
সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হাওর-পাড়ের সকল কৃষককে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।