শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমদন করা হয়েছে। ১০ (এপ্রিল) রোববার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমানের স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন করেন।
নুরুল আলম সিদ্দিককে সভাপতি ও মো.তাজ উদ্দিন তাজুকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি হাজী আরিফিন মিয়া,সহ সভাপতি মাে.নুরুল ইসলাম মুবাশ্বির,মাে.শামীম আহমেদ,এম ইদ্রিস আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মাে.মকসুদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল মুহিত নিলু,মাে. আজির উদ্দিন (আজির),সাংগঠনিক সম্পাদক-মো.আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক-মো.শাহাব উদ্দিন,কোষাধ্যক্ষ মো.মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মো.হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সহ প্রচার সম্পাদক রুবেল আহম্মদ, যুব বিষয়ক সম্পাদক মহি উদ্দিন ঝারু, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, ছাত্র বিষয়ক সম্পাদক মো.জালাল উদ্দীন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আলী হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।
উল্লেখ্য-গত বছর শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কাউন্সিল চলাকালীন সময়ে পুলিশের বাঁধা ও পুলিশী হামলায় কাউন্সিল অধিবেশন পন্ড হয়ে যায়।পরে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। দীর্ঘ এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান।
শ্রীমঙ্গল উপজেলা কমিটিকে অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সভাপতি এম. নাসের রহমান ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে (হাজী মুজিব) শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।