সিলেটের জৈন্তাপুরে বসতঘরে দগ্ধ হয়ে জাহানারা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে রোববার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কেন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা আক্তার কেন্দ্রী গ্রামের সাব্বির আহমদের স্ত্রী। ঘটনার পর নিহতের স্বামী সাব্বির আহমদ ও ভাসুড় জুবায়ের আহমদকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বসত ঘরে গৃহবধূর গায়ে আগুন লাগে। এ ঘটনায় বাড়ির লোকজনের ভূমিকা ছিল রহস্যজনক। নারীর স্বর চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে জাহানারাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। সোমবার ঢাকা নেওয়ার পথে জাহানারার মৃত্যু হয়।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের স্বামী ও ভাসুরকে আটক করে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের বাবা জাহের মিয়ার অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার মেয়েকে ঘরের ভেতরে আটকে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে।
হত্যাকাণ্ডের জন্য মেয়ের জামাতা ও তার পরিবারের লোকজনকে দায়ি করে তিনি বলেন, ঘরে আগুন লাগলো, অথচ তার মেয়ে ছাড়া আর কারো কোনো ক্ষতি হলো না! তিনি ‘মেয়েকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।
স্থানীয় সূত্র আরো জানায়, কেন্দ্রী গ্রামের ফখরুল মিয়ার ছেলে সাব্বির আহমদের সঙ্গে পাশ্ববর্তী গোয়াইনঘাট উপজেলা মোহাম্মদপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে জাহানারা আক্তারের (২২) বিয়ে হয়।সাব্বির চোরাকারবারে সঙ্গে সম্পৃক্ত।এরই মধ্যে বিএসএফ’র হাতে সে আটক হয়ে ভারতে ২ বছর কারাভোগ করে দেশে ফিরেছে। আর্থিক অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো।এনিয়ে সাংসারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে!
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।