শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘গণিত সমিতি’র বিতর্ক উইং-এর আওতায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ ভিত্তিক বিতর্ক সংগঠন ‘ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি (ডিডিএফ)’র ৫ম বোর্ড অব এক্সিকিউটিভস গঠন করা হয়েছে।
এতে গণিত বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিনকে মহাসচিব এবং একই ব্যচের শিক্ষার্থী ঋতৃক সাহাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনে অন্যান্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম মহাসচিব আবু হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক সানজিদা জান্নাত, কোষাধ্যক্ষ সোহাগ দেবনাথ, দফতর সম্পাদক ইকরাম রাফি মজুমদার, প্রচার, জনসংযোগ, বিপণন ও প্রকাশনা সম্পাদক মো. শাহি সুলতান আকাশ, সমন্বয়ক (বিতর্ক ও কুইজ) মো, সামিউল আলম, দেবজিৎ বসাক, সমন্বয়ক (প্রশিক্ষণ) মো. সাইমুম পারভেজ, মো. মুনতাসির মুবিন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ, রাব্বি হোসাইন, জাইসা বাণী লিথি, সুরাইয়া তাসনূর তানহা, মাহবুব আহমেদ চৌধুরী।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির ‘৫ম বোর্ড অব এলিটস’র সভায় সবার সম্মতিতে গঠনতন্ত্র অনুচ্ছেদের ৩ (গ) উপধারা অনুযায়ী ৫ সদস্যবিশিষ্ট ‘৫ম বোর্ড অব প্রেসিডিয়াম’র সুপারিশক্রমে ‘৫ম বোর্ড অব এক্সিকিউটিভস’ গঠন করা হয়েছে।
এসময় নির্বাচকমণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন- উমর ফারুক, এমরানুল হক ও বিধায়ক শর্মা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।