হোটেল কর্মচারি নাজিম উদ্দিন (১৭) হত্যা মামলায় গ্রেফতারকৃত আরো দুই আসামির সোহাগ (২১) ও সানির (১৮) ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক।
মঙ্গলবার (১২এপ্রিল) তাদের অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫দিনের রিমাণ্ড আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। শোনানী শেষে বিচারক আব্দুল মোমেন আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় এ নিয়ে ৩ আসামিকে গ্রেফতার করা হলো। ঘটনার পর মামলার প্রধান জুয়েল আহমদকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মামলার এজাহার নামীয় ৩নং আসামি নগরের বনকলাপাড়ার সোহাগ (২১) ও ৮নং আসামি নগরের মুন্সীপাড়ার আফসার হোসেনের ছেলে সানি (১৮) র্যাবের হাতে গ্রেফতার হয়। তাদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিনিয়র জুনিয়র দ্বান্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে ওসমানী মেডিক্যাল কলেজের সামনের সড়কে খুন হন নাজিম। পেশায় হোটেল কর্মচারি নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপরশ গ্রামের রিকশা চালক নুর মিয়ার ছেলে।তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লা ৭৪ নং মুফতি সিরাজ উদ্দিনের বাসায় বসবাস করতেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।