হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাহিম (২০) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানের ধাক্কায় সংঘঠিত দুর্ঘটনায় এনিয়ে অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহিমের মৃত্যু হয়। তিনি। উপজেলার চানপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনায় চালকসহ দু’জন নিহত হন।
তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে সুতাংমুখী অটোরিকশা থানা সড়কের মোড়ে মহাসড়কে ওঠছিণ। এমন সময় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন গুরুতর আহত হন।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে রাহিমকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি সালেহ আহমেদ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।