সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তবে তাদের সৎকার হওয়ার পর ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ।
মৃত্যু বরণকারিরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
রাত ১১ টায় দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বজ্রপাতে হাওরে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটা বিকেল সাড়ে ৫ টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি, তাদের মরদেহ সৎকার হয়ে গিয়েছে আমরা খোঁজ নিচ্ছি এখন।
কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে সৎকার করে ফেলেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।