খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেছেন, আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলী আক্রমণ বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নির্যাতিত। এই রমজান মাসে পবিত্র আল-আকসা মসজিদের হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী শতশত রোজাদার মুসলমানকে আহত করেছে। মসজিদুল আকসায় মুসলমানদের ইবাদতে বাঁধার সৃষ্টি করছে। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলী আক্রমণ বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না।
তিনি আরো বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টসে নারীদের হিজাব পরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
মোহাম্মদ মুনতাসির আলী গতকাল (২২ এপ্রিল) শুক্রবার খেলাফত মজলিস দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতি ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান আব্দালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি শামসুল ইসলাম, জেলা সাধারন সম্পাদক মাওলানা নেহাল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আহলহাজ্ব দিলওয়ার হোসাইন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মাওলানা আলী আছকর, দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী ময়নুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগরীর বায়তুল সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, ছাত্র মজলিস পশ্চিম জেলা শাখার সভাপতি মুজাম্মিল হক, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান, পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি হেলাল আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আবু সোলাইমান, আহমদুর রহমান সাদীক, আবদুল্লাহ জাবেদ, জাহিদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।