ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় তিউনিসিয়ার কাছে ১২০ অভিবাসীকে বহনকারী চারটি নৌকা ডুবে গেলে অন্তত ১২ আফ্রিকান অভিবাসী মারা যায় এবং আরও ১০ জন নিখোঁজ হয়। তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারির বরাতে শনিবার (২৩ এপ্রিল) রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি বলেন, স্ফ্যাক্সের উপকূলে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা এবং ইউরোপে উন্নত জীবন খোঁজার জন্য স্ফ্যাক্সের উপকূল হয়ে উঠেছে একটি প্রধান প্রস্থান পয়েন্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহে বলেছে, তারা গত বছর উপকূলে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালির উপকূলে পৌঁছেছে।
সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সাগরে ডুবে মারা গেছে। তিউনিসিয়া এবং লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার সময় বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর পরিসংখ্যানে দেখা গেছে যে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে এসেছে, যা ২০২০ সালে ছিল ৯৫ হাজারের একটু বেশি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।