রং নাম্বারে কল।অত:পর প্রেমের সম্পর্ক।এই সম্পর্কের সূত্র ধরে সিলেটের গোলাপগঞ্জের এক কিশোরী হয়েছিলেন ঘর ছাড়া। কথিত প্রেমিক তাকে ফুসলিয়ে নিয়ে যায় দিনাজপুরে। সেখানে রেখে সম্ভ্রমহানি ঘটায়।
সেই নিখোঁজ কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধার করলো সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় হাসান আলী(২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাসান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বড়তি বাজারের কৃষ্ণপুর লাটেরহাট গ্রামের হজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, কিছুদিন আগে ওই কিশোরীর মোবাইলে রং নাম্বারে কল আসে। এরপর থেকে আস্তে আস্তে আলাপ। অপর প্রাপ্ত থেকে হাসান আলী কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে। প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে হাসান সিলেটে আসে এবং গত ১৭ এপ্রিল কিশোরীকে বাড়ী থেকে পালিয়ে নিয়ে যায় দিনাজপুরে চলে যায়।
অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের দায়ে গত ১৮ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৫(০৪)’২২) দায়ের করা হয়।ওই মামলার প্রেক্ষিতে গোলাপগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে এনে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয় এবং হাসানকে মামলায় গ্রেফতার দেখানো হয়।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান বলেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়েছে। আর আটক হাসানকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।