পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে জকিগঞ্জের ৩৫ টি গৃহহীন পরিবার এবার দলিলসহ নতুন ঘর উপহার পাচ্ছেন।
উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্থান্তরের উদ্বোধন সম্পর্কিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ভূমির দলিল ও নতুন ঘর হস্থান্তরের শুভ উদ্বোধন সম্পর্কিত প্রেস ব্রিফিং আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার জানান, আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ে ৩৫টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬এপ্রিল) সকাল ১১টা জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদুল ফিতরকে সামনে রেখে উপহার হিসেবে নতুন ঘর ও দলিল হস্থান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর জকিগঞ্জ উপজেলা প্রশাসন উপকারভোগীদের নিকট সে ঘরগুলো হস্থান্তর করবে। এ নিয়ে জকিগঞ্জে ১৬৫টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।
ইউএনও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগের কারণে জকিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্তকরণ পদক্ষেপ অনেকাংশে এগিয়ে যাবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল হাসিব তাপাদার, ওমর ফারুক প্রমূখ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।