পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫এপ্রিল) দেশটির রাজধানী মানামা আল ওসরা রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল হক।
সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন। গেস্ট অফ অনার ছিলেন ইউনিভার্সিটি অফ বাহরাইনের প্রফেসর ড. মো. সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ বাহরাইনের সহযোগী অধ্যাপক, ডক্টর মো. ওমর ফারুক, ফয়সাল মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মো. শাহ জালাল, সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমেদ, সাবের আহমেদ, ড. জাকিল, ড. শাহ আলম, ড. নাজমুল হোসেন, মনিরুল ইসলাম, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উপদেষ্টা রফিকুল ইসলাম আকন্দ, উপদেষ্টা জাকির হোসেন, সহ-সভাপতি আফনান হোসেন।
উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বরিশাল বিভাগের ৬ টি জেলার নেতৃবৃন্দ।
ইফতার পূর্ববর্তী দেশবাসী এবং মুসলিম উম্মার শান্তি এবং রহমত, বরকত এবং মাগফেরাতের, অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।