সিলেটের উপশহরে মোবাইল চুরি নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া নামে এক লন্ড্রি ব্যবাসয়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপশহর আই ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম মিয়া উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিানার্সের স্বত্বাধিকারী।
এ ঘটনায় অভিযুক্ত নজমুল ইসলাম নামে একজনকে আটক করেছে শাহপরান (র.) থানা পুলিশ। আটক নজরুল ইসলামের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
স্থানীয়রা জানান, উপশহর আই ব্লকের একটি বাসায় বেড়াতে আসা নজমুল সন্ধ্যায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে লন্ড্রী ব্যবসায়ী সেলিম মিয়াকে সজোরে ধাক্কা দেন।ঘটনাস্থলে পড়ে গিয়ে সেলিম মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ওয়েসিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মোবাইল চুরি নিয়ে কথা কাটাকাটির জের ধরে সন্দেহবশত; লন্ড্রী ব্যবসায়ীকে ধাক্কা দেন।এসময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় অভিযুক্ত নজমুল ইসলামকে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।