গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৪০টি গ্রামের ১৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি সামছুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারপার্সন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল বাছিত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মো মাসুক আহমদ, সহ সভাপতি মো মুহিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মো আজম আলী, অর্থ সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক মাক্কু, প্রচার ও আইসিটি সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ, দপ্তর সম্পাদক মো আনোয়ার হোসেন, নিবার্হী সদস্য আব্দুল মনাফ, সাজিদুর রহমান সুহেল ও মো মাসুক আহমদ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবায় যে কেউ এগিয়ে আসতে পারে তেমনি এই সংগঠন ও চেষ্টা করছে মানুষের কল্যানের জন্য। এই মহতি উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রবাসীদের প্রতি এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।বৃটেনে যারা সহযোগিতার হাত প্রসারিত করছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।