হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের সঙ্গে অভিমানে বর্ণা আক্তার নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ঐ উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বর্ণা আক্তার ঐ গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও মনতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, বর্ণা আক্তারের সঙ্গে মোবাইলে একই উপজেলার ভবানীপুর গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাতে প্রেম সংক্রান্ত বিষয়ে মান-অভিমানের জেরে ঐ ছাত্রী ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।