দক্ষিণ সুরমায় পুরান তেতলী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ বোর্ড পরিচালিত পবিত্র রমজান মাসে হজরত দ্বীন মামুন শাহ্ পুরান তেতলী জামে মসজিদ কেন্দ্রে মাসব্যাপী ক্বিরা’আত প্রশিক্ষণ-২০২২ ইং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন, পুরান তেতলী সমাজ কল্যাণ সংস্থার ধর্ম সম্পাদক জনাব তারেক জামিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুরান তেতলী এলাকার বিশিষ্ট প্রবীন মুরব্বি, হাজী রইছ আলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরান তেতলী এলাকার সম্মানিত মুরব্বি হাজী নছির মিয়া, আব্দুর রহিম, আব্দুল হাসিম,আনোয়ার মিয়া, শফিক মিয়া উপদেষ্টা সদস্য, গোলাম মোস্তফা উপদেষ্টা সদস্য, মুমিন আহমদ উপদেষ্টা সদস্য, শেখ আব্দুল কালাম (সহ-সাধারণ সম্পাদক,পুরান তেতলী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা),সাংবাদিক আজমল আহমদ রোমন সাবেক সাধারণ সম্পাদক, শেখ মুরাদ আহমদ অর্থ সম্পাদক, মোঃ তানভীর আহমদ সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু সাইদ সানি দপ্তর সম্পাদক, হাফিজ আল আমিন (সহ ধর্ম সম্পাদক, জাহেদ আহমদ সিনিয়র সদস্য আবু জাহিদ ছামি (সদস্য) আব্দুর রহিম (সদস্য) প্রমুখ।
আর ছিলেন দারুল ক্বিরাআতের প্রধান শিক্ষক জনাব ক্বারী মাও: ফয়েজ আহমদ সাহেব, (ইমাম ও খতিব দ্বীন মামুন শাহ্ পুরান তেতলী জামে মসজিদ) সহকারী শিক্ষক জনাব ক্বারী নুরুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব হুসাইন আহমদ, সহকারী শিক্ষক জনাব নিজাম উদ্দিন (মুয়াজ্জিন, দ্বীন মামুন শাহ্ পুরান তেতলী জামে মসজিদ)
এছাড়াও পুরান তেতলী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক-জাবেদ আহমদ এর উদ্যোগে কোরিয়া মুসলিম এইড এর পক্ষ থেকে প্রতিটি বিভাগে যারা ১ম, ২য়, ৩য় স্থান হয়েছেন তাদের জন্য উপহার সামগ্রী এবং শিক্ষক বৃন্দের-কেও উপহার সামগ্রী উপহার প্রদান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।