সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি মুদির দোকান থেকে সরকারি সাত বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মৃত মিছির আলীর ছেলে ইছব মিয়ার মুদি দোকান থেকে ভিজিএফের সাত বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন উপস্থিতিত ছিলেন।
এ ঘটনায় ইউপি সদস্য সহ দুইজনকে পুলিশ আটক করেছে। আটককৃত হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্যা মিনারা বেগম ও দোকানদার ইছব মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান, আসন্ন ঈদ উপলক্ষে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের অসহায় গরীবদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪৬০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।
মঙ্গলবার সকালে তা ইউনিয়ন পরিষদে বিতরণের সময় ইউনিয়নের সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মিনারা বেগম তার ওয়ার্ডের ২০০ জন উপকারভোগীর নামে মাস্টাররোল দাখিল করে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের নামে ৪০ বস্তা ভিজিএফের চাল বুঝি নেন। পরে সুযোগ বুঝে বুধবার রাতে ভিজিএফের বেশ কয়েক বস্তা চাল লালঘাট সড়কে থাকা মুদি দোকানদার ইছব মিয়াসহ কয়েকজনের কাছে বিক্রয় করে দেন।
একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে স্হানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাত বস্তা চাল পুলিশ জব্দ করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে, চাল বিতরণ না করে আত্মসাৎ করায় সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।