জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো প্রথমবারের মতো ‘ঈদ ইমোজি’ নিয়ে এসেছে। ঈদ থিমের এসব ইমোজির মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে চ্যাটিং হবে উপভোগ্য।
বিদ্যমান ইমোজি এবং স্টিকারের পাশাপাশি, ব্যতিক্রমী উপায়ে ঈদের শুভেচ্ছা জানাতে ইমোতে এসেছে ‘কোলাকুলি’ ইমোজি এবং ‘সালামি’ ইমোজি। ঈদের চাঁদ, খাবার-দাবার এবং শুভেচ্ছাবার্তার মতো ঈদ থিমের অন্যান্য ইমোজিগুলো মজাদার ও আনন্দদায়ক উপায়ে ঈদ উৎসবের আনন্দ প্রকাশ করতে সাহায্য করবে।
ব্যবহারকারীরা চ্যাটের নিচের ইমোজি বারের ‘+’ -এ ট্যাপ করার পর স্টিকার স্টোরের ‘মোর’ অপশানে ক্লিক করে ‘ঈদ ইমোজি’ যুক্ত করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের কথোপকথনের ভিত্তিতে পছন্দ অনুযায়ী স্টিকার পাঠাতে পারবেন।
গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ইমো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে ঈদ ইমোজি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।