সিলেট সদর উপজেলার এয়ারপোর্টে শতাধিক এতিমকে ইফতার করিয়েছে ‘এস এস সি ২০১৩ স্টুডেন্টস অব সিলেট ডিভিশন’ নামে একটি সামাজিক সংগঠন। এ সময় সংগঠনের সদস্যরাও তাদের সঙ্গে ইফতার করেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সিলেট সদর উপজেলার বাইশটিলায় হযরত আলী রাঃ জামেয়া শামছুল উলূম হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়। এসময় শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন তারা।
সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্য রায়হান আহমেদ জানান, রমজান উপলক্ষে সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এতিমদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে। সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই কাজের উদ্দেশ্য।
উল্লেখ্য কলেজ-বিশ্ববিদ্যালয় তরুণরদের সমন্বয়ে গঠিত এ সামাজিক সংগঠনটি পরিস্কার-পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডগুলো পালন করে থাকে।
এ সময় উপস্তিত ছিলেন, কাওসার, মাসুম, জাফরান, রায়হান, মিজান, শাহীন, তানভির, পাবেল, হেলাল, শাহিন, ইউনুস, সাহেদ, মনির, জাহিদ পিটি, এমাদ, সুলতান, আবির, জাহিদ, শিপু, সাঈদ, ফাহিম, রুবেল, ফাহিম, রাকিব, আফসার সহ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।