করোনার কারণে দুই বছর পর ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সে লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুতি গ্রহণ করছে। চলছে ইদগাহ ময়দান পরিপাটির করার কাজ।
আজ শুক্রবার (২৯ এপ্রিল ) বেলা আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী, স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।
পরে মেয়র সিসিকের বর্ধিত এলাকার টুকেরবাজার ঈদগাহও পরিদর্শন করেন।
এর আগে গত ২৬ এপ্রিল সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফকে সাথে নিয়ে শাহী ঈদগাহ ময়দানের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।