সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জানাযা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন বলেন, আজ সন্ধ্যায় সড়ক পথে সিলেটের হাফিজ কমপ্লেক্স তাঁর মরদেহ আনা হবে।
রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে, আলীয়া মাদরাসা মাঠে জানাযা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের দাফন হবে নগরের রায়নগর পারিবারিক কবরস্থানে। তার ব্যক্তিগত সহকারি কিশোর ভট্টাচার্য জনি এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।