‘স্বপ্নখুশির খাম’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের কাইনগঞ্জের উচ্চগ্রাম ও কুমারগাঁও ইউনিয়নের নিন্মআয়ের পরিবারের মাঝে ঈদের দিনের নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের সদস্যরা।
শনিবার সকালে দুই ইউনিয়নের সর্বমোট ৭১টি পরিবারের মধ্যে এই খাবার বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনটির প্রচার সম্পাদক আবু রায়হান। খাবারগুলোর মাঝে ছিল আতপ চাউল, সেমাই, দুধ, চিনি, গরম মশলা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ, চ্যারিটি বিষয়ক সমন্বয়ক আল আমিন, সাধারণ সদস্য শাহিন আলম, নাজনীন লিজা, রমজান মিয়াসহ অন্যান্যরা।
এবিষয়ে স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, ‘আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে, যাদের ঈদের দিন পরিবার নিয়ে বিশেষ কিছু খাওয়া আকাশ ছোঁয়ার স্বপ্নের মতো। দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলস্বরূপ তাদের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত। এসব হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই ‘স্বপ্নোত্থান’ এর উদ্দেশ্য। এবারের আয়োজনও এরই অংশ। আমরা ভবিষ্যতেও চেষ্টা করবো এই ধারা অব্যাহত রাখতে। ‘স্বপ্নোত্থান’ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় সুবিধাবঞ্চিত মানুষদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বপ্নোত্থান এবার আয়োজন করে ‘স্বপ্নখুশির খাম’।
উল্লেখ, গত ১৬ এপ্রিল সিলেটের পীরেরবাজারে অবস্থিত দুইটি মুসলিম বেদেপল্লীতর ২১ টি পরিবারের সর্বমোট ৭৮ জন সদস্যের মধ্যে নতুন ইদবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।