রূপসজ্জা এক সময় শুধু বিত্তশালী মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আধুনিক যুগে মেয়ে, ছেলে উভয়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। করোনা মহামারিতে গত দুই বছরের ঈদ আনন্দ অনেকটাই ফাকা ছিল নগরীর বিভিন্ন এলাকা। অনেকে এক রকম ঘরে বসেই ঈদ উদযাপন করেছেন।
যাদের শপিং শেষ, নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে নিতে চান তারা এখন ভিড় জমাচ্ছেন বিউটি পার্লার এবং সেলুনগুলোতে। সিলেট নগরীতে এই ক্ষেত্রে নারীদের পছন্দের শীর্ষে প্রীটি ওমেন।
২০১৮ সালে এই প্রতিষ্ঠানটি নগরীর কুমারপাড়ায় প্রতিষ্ঠিত হয়। নারীদের রূপচর্চায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই বিউটি পার্লার ও বিউটি সেলুন ।
প্রতিদিনের মতো রবিবার বিকেলে প্রীটি ওমেন দেখা যায় নারী ও শিশুদের ভিড়। তাদের কেউ এসেছেন হেয়ার স্টাইলে পরিবর্তন আনতে আবার অনেকে ফেসিয়াল করছেন।
প্রীটি ওমেনের কর্মরত নিপা নামে একজন জানান, গত দুই বছর করোনাভাইরাসের কারনে ঈদে অনেকেই পার্লারে আসতে পারেননি, ছিলো অনেক বিধিনিষেধ তাই এবার নিজেদের নতুনভাবে সাজাতে পার্লারে এসেছেন অনেকে। এবার তাদের প্রচন্ড ভিড় সামলাতে হচ্ছে।
তিনি আরও জানান, মেয়েদের রূপচর্চায় তারা স্পেশাল সার্ভিস দিচ্ছেন। এছাড়াও রয়েছে শিশুদের রূপসজ্জার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা এবং যে কোন সার্ভিসের উপর থাকছে ২০% ছাড়।
প্রীটি ওমেনের কর্নধার জানান, আমরা সিলেটে এই প্রথম অত্যাধুনিক লেজার মেশিন নিয়ে এসেছি যা দিয়ে, মুখের আঁচিল লেজার ট্রিটমেন্টের মাদ্ধমে সহজেই দূর করা যায়।
গ্রাহকদের সেবায় প্রীটি ওমেন চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গ্রাহকরা যেকোন তথ্যের জন্য আমাদের মুঠো ফোন যোগাযোগ করতে পারেন ০১৭১৪-২৬২২৩০ এই নম্বরে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।