দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি রবিবার (১ মে) সন্ধ্যায়। তাই আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। মুসলিমের প্রধান পবিত্র উৎসবের এই দিনে সিলেটে বাগড়া দিতে পারে বৃষ্টি- এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী ৪ মে পর্যন্ত সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই ৪ মে পর্যন্ত দেশের বজ্রসহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে- এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলেও একযোগে হওয়ার সম্ভবনা কম। সিলেটসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। যার ফলে ঈদের আগে-পরে এবং ঈদের দিন দেশের আবহাওয়া ঠান্ডা থাকবে। তবে আলাদাভাবে কালবৈশাখীর ঝড় হবে না। এই বৃষ্টি মানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়- সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে গতকালের (শনিবার) চেয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।