মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, একটি মৃদু কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম সীমান্তবর্তী মিয়ানমারের ফালাম শহরের ৭১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১০৪ দশমিক ২ কিলোমিটার গভীরে।
রোববার (০১ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিট ৪০ সেকেন্ডে ভূ-কম্পনটি অনুভূত হয়। দু’দফায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো স্থায়ী হয় ভূমিকম্পটি। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।