সিলেট মহানগর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ মাঠে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর উন্মুক্ত জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উন্মুক্ত জায়গায় ঈদের জামাত আয়োজনে কোনো বাধা নেই।
সিলেটের শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায়। এ ছাড়া সিলেট আলিয়া মাঠে সকাল আটটায় ‘আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট’-এর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিলেটের বন্দরবাজার এলাকার হাজি কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত, সাড়ে আটটায় দ্বিতীয় জামাত ও সাড়ে নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের পক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল নয়টায় ও সকাল সাড়ে আটটায় শাহপরান (রহ.) মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, ভোর সাড়ে ছয়টা থেকে সিলেট মহানগর এলাকার বিশেষ বিশেষ ঈদ জামাতের স্থানগুলোতে পুলিশি পাহারা শুরু হবে। এর মধ্যে ঈদগাহ প্রাঙ্গণের ভেতরে, ফটকে, বাইরে পুলিশের নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ ছাড়া বাইরে সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পুলিশের সর্বোচ্চ নিরাপত্তায় জেলার ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।