হবিগঞ্জে জমির বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ভাইয়ের বিরুদ্ধে। সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহজাহান মিয়া বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
পরিবারের বরাতে তিনি জানান, জমি নিয়ে শাহজাহানের সঙ্গে অনেক দিন ধরেই বিরোধ তার চাচাতো ভাই আছকির মিয়া ও বিল্লাল মিয়ার। দুই মাস আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাহজাহান মিয়ার হামলায় তার চাচা কুদ্দুস মিয়া মারা যান। এতে ক্ষিপ্ত ছিলেন কুদ্দুসের ছেলে আছকির ও বিল্লাল। তাদের সঙ্গে হাত মেলান শাহজাহানের আপন ছোট ভাই জয়নাল মিয়া।
ওসি জানান, বাড়ির পাশের রাস্তায় শুক্রবার একা পেয়ে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেন আছকির ও বিল্লাল এবং জয়নাল। তাদের আটকে অভিযান চলছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।