সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুর থেকে পঁচা গলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এর আগে বিকেলে জালালপুরের কাদিপুর গ্রামের নদীর তীর সংলগ্ন একটি গোরস্তানে গরু প্রবেশ করলে সেটি আনতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন একজন গ্রামবাসী।
তিনি অন্যান্যদের জানালে তারা মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করেন। তারা সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশটি পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। সারা গায়ে কালো রঙ মাখানো। হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশটি বয়স আনুমানিক ৪০ বছর। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আমরা ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।