সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুর পরিমাণ ভারতীয় মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা গেছে, বালিয়াঘাটা বিওপির নিয়মিত একটি টহল দল (৮ মে) সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য সিজার ২১ হাজার টাকা।
একইদিনে লাউরগড় বিওপির টহল সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের বর্ডারহাট এলাকা থেকে ৪১ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৬১ হাজার ৫শত টাকা।
অপরদিকে, টেকেরঘাট বিওপির টহল সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৬৭ হাজার ৫শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয় (বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।