সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি জানুয়ারি মাসে। একই সাথে দ্বিতীয় বারের মতো দেশের সব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ৮৬তম কমিশন বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। জানুয়ারির দিকে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান বিজয়ী হয়েছিলেন।
গত ২ সেপ্টেম্বর অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীন।
উল্লেখ্য, আইন অনুযায়ী একটি জেলার অধীনে যতগুলোর স্থানীয় সরকার রয়েছে, সেগুলোর সদস্যরাই ভোট দিয়ে জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত করে থাকেন। অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।