সিলেটের সিনিয়র সাংবাদিক নাসির আহমদ খান আর নেই। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ২ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। জীবদ্দশায় তিনি দৈনিক কাজিরবাজার, দৈনিক সিলেট সংলাপ ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক নাসির আহমদ খান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ৩ দিন আগে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসা শেষে গত মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেওয়ার পর বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া জলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তোকাল করেন।
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ যোহর নগরের কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে, এমনটি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।