দ্বিতীয় ধাপে সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলায় একমাত্র জুড়ী উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৫ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। তন্মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়ন রয়েছে।
সিলেট বিভাগে ৪৫টি ইউনিয়নে নির্বাচন হলেও একমাত্র সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
বুধবার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ ১১ নভেম্বর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।