মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ জজ মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর সন্তুসপুর গ্রামের লাল মিয়ার পুত্র।
শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্প এর হাবিলদার শাহাআলম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী এলাকা লাল টিলা নামকস্থানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার টাকাসহ জজ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে।
অপর এক অভিযানে ধর্মঘর বিওপির জওয়ানদের একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের( ৫৫ বিজিবির) অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।