নিজের স্ত্রী সন্তানের কথা গোপন রেখে দুইবার জাল কাবিন তৈরি করে এক নারীর সাথে ৫ বছর একসঙ্গে সংসার করেছেন তাজ উদ্দিন রনি নামে এক প্রতারক । অবশেষে শেষ রক্ষা হয়নি, বিদেশে পালিয়ে যাবার আগে পুলিশের তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তাজ উদ্দিন রনি (৪০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরবাজার এলাকার কালিঢহর গ্রামের হাজি নুরুল হকের ছেলে। তিনি নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকার আঙ্গুর মিয়া গলির একটি বাসায় প্রথম স্ত্রী ও ওই স্ত্রীর ঘরের সন্তানদের নিয়ে থাকেন।
ভিকটিমের বর্ণনা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে নগরীর মঝুমদারী এলাকার বাসিন্দা সুলতানা আক্তার লুবনার (৩২) সঙ্গে প্রথম ফেইসবুকে পরিচয় পরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তাজ উদ্দিন প্রথম স্ত্রী ও ৩ সন্তানের কথা গোপন করে নানা প্রলোভনে তিনি গোলাপগঞ্জে নিয়ে গিয়ে ৩লক্ষ টাকা ভুয়া কাবিনে বিয়ে করেন লুবনাকে। এক পর্যায়ে লুবনা জেনে যান রনি বিবাহিত এবং প্রথম স্ত্রীর গর্ভে তার ৩টি সন্তানও রয়েছে। এতে ভেঙে পড়েন লুবনা। রনিকে চাপ দেন পুরোপুরি স্ত্রীর মর্যাদা দিতে।
২০২০ সালে নগরীর বালুচর এলাকার এক কাজি দিয়ে ভুয়া কাবিন নামা তৈরি করে লুবনার সঙ্গে আবারও বিয়ের নাটক করেন রনি। রনি ও তার প্রথম স্ত্রীর চাপে বাধ্য হয়ে গর্ভের তিন-তিনটি সন্তান নষ্ট করেন লুবনা। তবে চতুর্থ বাচ্চা নষ্ট করতে দেননি তিনি। এ নিয়ে রনির সঙ্গে চূড়ান্ত ঝগড়া হয় এবং তাকে বেধড়ক মারধরও করেন রনি।
গত ফেব্রুয়ারি মাসে আদালতে মামলা করেন লুবনা। পৃথক অভিযোগ দায়ের করেন সিলেট মেট্রোপলিট পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে।
তাজ উদ্দিন বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। এ খবর লুবনা জেনে পুলিশকে জানান এবং নিজে পাহারা বসান। শুক্রবার সন্ধ্যায় চৌকিদেখির বাসা থেকে এয়ারপোর্ট থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। পরে শনিবার (২ অক্টোবর) আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।