সিলেটে একযুগ পর রুবেল উদ্দিন নামে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার শাহপরান সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল উদ্দিন গোলাপগঞ্জ উপজেলা বুধবারিবাজার ইউনিয়নের কালীজুরী গ্রামের সরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলায় দীর্ঘ একযুগ পলাতক ছিলেন রুবেল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সদরের শাহপরান থানার সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, রুবেল আহমদ একটি ধর্ষণ ও অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।