সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারগোটা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে হায়াতুন মিয়া (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ইসহাক মিয়া নামের আরেক জেলে আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার চরনারচর ইউনিয়নের কালয়ারগোটা হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জেলে হায়াতুন চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার কালিয়ারগোটা হাওরে মাছ ধরতে যান হায়াতুন মিয়া ও ইসহাক মিয়াসহ কার্তিকপুর গ্রামের জেলেরা। মাছ ধরার এক পর্যায়ে সকালে হঠাৎ বজ্রপাতে হায়াতুন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ইসহাক মিয়া আহত হন। পরে হাওরের জেলেরা তাদের উদ্ধার করে কার্তিকপুর গ্রামে নিয়ে যায়।
খবর পেয়ে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার আহত জেলে ইসহাককে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।